শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনস্টাগ্রাম অ্যাপের এই ভার্সনে ডেটা ব্যবহার হয় কম। ব্লকস প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এই অ্যাপটি আকারে মাত্র ২ মেগাবাইট, যেখানে ইনস্টাগ্রামের মূল অ্যাপ প্রায় ৩০ মেগাবাইটের। বিশ্বের ১৭০টির বেশি দেশে পাওয়া যাবে এই অ্যাপটি।
আরও পড়ুন: অপো’র নতুন স্মার্টফোন রেনো৪ শিগগিরই দেশের বাজারে
অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে দ্রুত ইন্সটল ও লোড করে সব ধরনের প্ল্যাটফর্ম বা নেটওয়ার্ক থেকেই ব্যবহার করা যাবে ইনস্টাগ্রাম লাইট।
এই অ্যাপ বিষয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং কান্ট্রিসের ফেসবুক পরিচালক জোরডি ফরনিস বলেন, ‘ইনস্টাগ্রাম কাছের মানুষদের সাথে যোগাযোগ রাখার সুযোগ করে দেয়। সেখানে ছবি শেয়ার করা যায় এবং অন্যরা যেসব কনটেন্ট শেয়ার করছেন, তাও দেখা যায়। বাংলাদেশে ইনস্টাগ্রাম লাইট আনতে পেরে আমরা আনন্দিত। এতে মানুষ ইনস্টাগ্রামের মূল ফিচারগুলো উপভোগ করতে পারবেন, যে ডিভাইস বা নেটওয়ার্ক তারা ব্যবহার করুন না কেন। এমনকি গ্রামাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চল, যেখানে ইন্টারনেটের গতি কম, সেখানেও এই অ্যাপ ব্যবহার করা যাবে।’
আরও পড়ুন: প্রযুক্তিনির্ভর শিল্পায়ন জোরদারে বিসিকের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা শিল্প প্রতিমন্ত্রীর
এছাড়া অপব্যবহার, নিপীড়ন, সহিংসতা এসব ব্যাপারে ফেসবুক কোম্পানির নীতিমালা তার সব অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইনস্টাগ্রাম ও ইনস্টাগ্রাম লাইটও এর ব্যতিক্রম নয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
আরও পড়ুন: প্রযুক্তি হস্তান্তর ত্বরান্বিত করতে হবে: কৃষিমন্ত্রী